No Internet Connection !

বাংলাদেশের খেলাধুলা


বাংলাদেশ ফুটবল ফেডারেশন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ
কমনওয়েলথ গেমসে বাংলাদেশ
অন্যান্য

প্রশ্ন: বি. কে. এস. পি. কী? উ: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা কে? উ: সেলিমা রহমান।
প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত কত চরণবিশিষ্ট? উ: ১০ চরণ।
প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? উ: খন্দকার নুরুল আলম।
প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের শেষ চরণটি কী? উ: 'বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম হবে গৌরবময়'।
প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের প্রথম দুই লাইন কী? উ: বাংলাদেশের দুরন্ত সন্তান আমার দুর্দম দুর্জয় ক্রীড়াজগতের শীর্ষে রাখবো আমরা শৌর্যের পরিচয়।
প্রশ্ন: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়? উ: ১৪ এপ্রিল, ১৯৮৬ সালে।
প্রশ্ন: বি. কে. এস. পি কোথায় অবস্থিত? উ: জিরানী, সাভার।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলা কী? উ: কাবাডী (হা-ডু-ডু)।
প্রশ্ন: BKSP কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৪ এপ্রিল ১৯৮৬; জিরানি, সাভার (ঢাকা)।
প্রশ্ন: জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি কে? উত্তর: ক্রীড়ামন্ত্রী।
প্রশ্ন: জাতীয় ক্রীড়া পরিষদ (NSC-National Sports Council) কবে গঠিত হয়? উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? উত্তর: Ministry of Youth & Sports Bangladesh.

বাংলাদেশ ফুটবল ফেডারেশন


প্রশ্ন: বাংলাদেশ কবে ফিফার সদস্যপদ লাভ করে? উ: ১৯৭৪ সালে।
প্রশ্ন: BFF-এর পূর্ণরূপ কি? উ: Bangladesh Football Federation।
প্রশ্ন: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কবে গঠিত হয়? উ: ১৫ জুলাই ১৯৭২।
প্রশ্ন: বাংলাদেশ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর সদস্যপদ লাভ করে কবে? উ: ১৯৭৩ সালে।
প্রশ্ন: ফেডারেশন কাপ ফুটবল কবে শুরু হয়? উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে থেকে শুরু হয়? উ: ১৯৮১ সাল থেকে।
প্রশ্ন: বাংলাদেশ জাতীয় ফুটবল দল কবে প্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? উ: ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সপ্তদশ মারদেকা ফুটবল টুর্নামেন্টে।
প্রশ্ন: বাংলাদেশ প্রথম কবে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে? উ: ১৯৮৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম কোন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়? উ: অষ্টম সাফ গেমসের ফুটবলে।
প্রশ্ন: ঢাকা ফুটবল লীগ কখন থেকে শুরু হয়? উ: ১৯৪৮ সাল থেকে।
প্রশ্ন: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়? উ: ১৯৯৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশ ফুটবল দল কবে প্রথম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? উ: ১৯৭৩ সালে মালয়েশিয়ায়।
প্রশ্ন: কবে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে অংশগ্রহণ করে? উ: ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড


প্রশ্ন: BCB-এর পূর্ণরূপ কি? উ: Bangladesh Cricket Board.
প্রশ্ন: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কবে গঠিত হয়? উ: ১৯৭২ সালে।
প্রশ্ন: বিসিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? উ: ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ কখন আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয়? উ: ২৬ জুলাই ১৯৭৭।
প্রশ্ন: বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে? উ: ১৯৭৩ সালে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে? উ: শামীম কবির।
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে? উ: ৩১ মার্চ ১৯৮৬; শ্রীলংকায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেটে।
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম কি? উ: গাজী আশরাফ হোসেন লিপু।
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল কোন দল? উ: পাকিস্তান।
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে? উ: কেনিয়া; ১৭ মে ১৯৯৮; ভারতের ইন্ডিপেন্ডেস কাপে।
প্রশ্ন: বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে 'ওয়ান ডে স্ট্যাটাস' লাভ করে কবে? উ: ১৫ জুন, ১৯৯৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশ মহিলা ক্রিকেট দল 'ওয়ান ডে স্ট্যাটাস' লাভ করে কবে। উ: ২৪ নভেম্বর, ২০১১।
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে? উ: মেহরাব হোসেন অপি।
প্রশ্ন: বাংলাদেশ কোন দলের রিবুদ্ধে প্রথম ওয়ানডে সিরিজ জয় করে? উ: ২০০৫ সালে; জিম্বাবুয়ের বিপক্ষে (৩-২)।
প্রশ্ন: বাংলাদেশ নিজস্ব কততম ওয়ানডে ম্যাচে প্রথম জয়লাভ করে? উ: ২৩তম।
প্রশ্ন: দেশের বাইরে বাংলাদেশ প্রথম ওয়ানডে ক্রিকেট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? উ: কেনিয়া, আগস্ট ২০০৬।
প্রশ্ন: বাংলাদেশর প্রথম বোলার হিসেবে কে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন? উ: শাহাদাত হোসেন রাজীব (২ আগস্ট ২০০৬, বিপক্ষ জিম্বাবুয়ে)।
প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ প্রথম কবে কোন দেশকে হারিয়ে জয়লাভ করে? উ: ১৬ মে, ১৯৯৮, কেনিয়াকে।
প্রশ্ন: স্বাধীনতার পর ঢাকায় প্রথম কোন বিদেশী ক্রিকেট দল খেলতে আসে? উ: ইংল্যান্ডের মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব; ১৯৭৬ সালের ২৯ ডিসেম্বর।
প্রশ্ন: জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা কখন থেকে শুরু হয়? উ: ১৯৭৪-৭৫ সাল থেকে।
প্রশ্ন: প্রথম জাতীয় ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয় কত সালে? উ: ১৯৯৯-২০০০ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কে ওয়ানডে ক্রিকেটে পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে? উ: মাশরাফি বিন মোর্তুজা।
প্রশ্ন: বাংলাদেশ 'টেস্ট স্ট্যাটার্স' লাভ করে কবে? উ: ২৬ জুন, ২০০০।
প্রশ্ন: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কততম সদস্য? উ: দশম।
প্রশ্ন: বাংলাদেশ কোন দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে? উ: ভারত; ১০-১৪ নভেম্বর ২০০০ (ঢাকায়)।
প্রশ্ন: টেস্টে বাংলাদেশে প্রথম সেঞ্চুরিয়ান কে? উ: আমিনুল ইসলাম বুলবুল।
প্রশ্ন: অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? উ: নাঈমুর রহমান দুর্জয়।
প্রশ্ন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিককারী বোলার কে? উ: অলক কাপালি (২৯ আগস্ট ২০০৩, বিপক্ষে পাকিস্তান)।
প্রশ্ন: বাংলাদেশের পক্ষে টেস্টে প্রথম শত উইকেট শিকারী কে? উ: মোহাম্মদ রফিক।
প্রশ্ন: বাংলাদেশ তাদের কততম টেস্টে প্রথম জয় লাভ করে? উ: ৩৫ তম
প্রশ্ন: কবে, কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? উ: ১৯৯৯ সালে, ৭ম।
প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিজস্ব কততম ম্যাচে ও কার বিরুদ্ধে জয়লাভ করে? উ: তৃতীয়; স্কটল্যান্ড।
প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিপক্ষে বাংলাদেশের অভিষেক ঘটে? উ: নিউজিল্যান্ড (১৭ মে ১৯৯৯)।
প্রশ্ন: T20 বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ও একমাত্র জয় কোন দলের বিপক্ষে? উ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
প্রশ্ন: আইসিসি ট্রফিতে বাংলাদেশ কবে, কোন দলের বিপক্ষে প্রথম খেলে? উ: ২৪ মে ১৯৭৯; ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে ফিজির বিপক্ষে।
প্রশ্ন: প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? উ: শফিকুল হক হীরা।
প্রশ্ন: বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে কত সালে? উ: ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আইসিসি ট্রফিতে।
প্রশ্ন: আইসিসি ট্রফির কোন আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়? উ: ষষ্ঠ (কেনিয়াকে ২ উইকেটে পরাজিত করে)।

বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ


প্রশ্ন: বাংলাদেশ কবে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? উ: ১৫ ফেব্রুয়ারি ১৯৮০।
প্রশ্ন: বাংলাদেশ প্রথম কততম বিশ্ব অলিম্পিকে অংশ নেয়? উ: ২৩ তম অলিম্পিক (লস এঞ্জেলস)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড কে? উ: কাজী শাহানা পারভীন।
কমনওয়েলথ গেমসে বাংলাদেশ

প্রশ্ন: বাংলাদেশ কবে কমনওয়েল গেমসে অংশ নেয়? উ: ১৯৭৮ সালে।
প্রশ্ন: আসিফ হোসেন খান কোন ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন? উ: ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে।
অন্যান্য

প্রশ্ন: বাংলাদেশ প্রথম কবে এশিয়ান গেমসে অংশ নেয়? উ: ১৯৭৮ সালে।
প্রশ্ন: প্রথম বাংলাদেশ গেমস কবে থেকে শুরু হয়? উ: ১৯৭৮ সাল।
প্রশ্ন: বাংলাদেশ গেমসের আয়োজক কে? উ: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
প্রশ্ন: বাংলাদেশ মহিলা দাবা প্রতিযোগিতা কবে থেকে শুরু হয়? উ: ১৯৭৯ সাল থেকে।
প্রশ্ন: ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় কে? উ: বাংলাদেশের ব্রজেন দাস (১৯৫৮ সালে); ৬ বার।
প্রশ্ন: বাংলাদেশের কোন সাঁতারুর নাম 'গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস'-এ অন্তর্ভুক্ত হয়? উ: ব্রজেন দাস (১৯৬১ সালে)।
প্রশ্ন: ব্রজেন দাস কতবার ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? উ: ৬ বার।
প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু কে? উ: ব্রজেন দাস।
প্রশ্ন: প্রথম সার্ক সাঁতারে কোন বাংলাদেশী স্বর্ণপদক লাভ করেন? উ: মিজানুর রহমান।
প্রশ্ন: কাবাডি খেলা প্রথম শুরু হয়? উ: জাপানে।
প্রশ্ন: কাবাডি খেলায় প্রতি দলে কত জন করে খেলোয়াড় থাকে? উ: ১২ জন (৭ জন কোর্টে এবং ৫ জন বাইরে)।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলা কি? উ: কাবাডি।
প্রশ্ন: হাডুডুকে কবে কাবাডি নামকরণ করা হয় এবং জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? উ: ১৯৭২ সালে।
top
Back
Home
Gsearch